একদিন হযরত মুহাম্মাদ (সাঃ) বিবিআয়েশা (রাঃ) কে ডেকে জিজ্ঞেসকরলেন, হে আ Traducción - একদিন হযরত মুহাম্মাদ (সাঃ) বিবিআয়েশা (রাঃ) কে ডেকে জিজ্ঞেসকরলেন, হে আ español cómo decir

একদিন হযরত মুহাম্মাদ (সাঃ) বিবিআয়ে

একদিন হযরত মুহাম্মাদ (সাঃ) বিবি
আয়েশা (রাঃ) কে ডেকে জিজ্ঞেস
করলেন, হে আয়েশা, আজকে আমি
অনেক খুশি, তুমি আমার কাছে যা
চাইবে তাই দেব, বল তুমি কি চাও?
.
হযরত আয়েশা (রাঃ) চিন্তায় পড়ে গেলেন, হঠাৎ করে তিনি
এমন কি চাইবেন, আর যা মন চায় তা তো চাইতে পারেন না! যদি
কোন ভুল কিছু চেয়ে বসেন, নবীজী যদি কষ্ট
পেয়ে যান? এমন অনেক প্রশ্নই মনে জাগতে লাগলো!
আয়েশা (রাঃ) নবীজী কে বললেন, আমি কি আব্বুর কাছ
থেকে কিছু পরামর্শ নিতে পারি?
.
নবীজী বললেন, ঠিক আছে তুমি
পরামর্শ নিয়েই আমার কাছে চাও।
আয়েশা (রাঃ) উনির আব্বু হযরত
আবু বকর (রাঃ) এর কাছে পরামর্শ
চাইলেন।
.
আবু বকর (রাঃ) বললেন, যখন কিছু চাইবেই, তাহলে তুমি মুহাম্মাদ
(সাঃ) এর কাছে, মিরাজের রাতে আল্লাহ পাক রাব্বুল আ'লামীন
এর সাথে হইছে এমন কোন গোপন কথা জানতে চাও।
আর কথা দাও নবীজী যা বলবেন তা
সর্বপ্রথম আমাকে জানাবে।
.
আয়েশা (রাঃ) নবীজী (সাঃ) এর কাছে
গিয়ে মিরাজের রাতের কোন এক গোপন কথা জানতে
চাইলেন, যা এখনও কাউকে বলেন নি। মুহাম্মাদ (সাঃ) মুচকি
হেসে দিলেন, বললেন বলে দিলে আর গোপন থাকে
কি করে! একমাত্র আবুবকর ই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন
করতে।
.
মুহাম্মাদ (সাঃ) বলতে লাগলেন, হে
আয়েশা আল্লাহ আমাকে মিরাজের
রাতে বলেছেন, "হে মুহাম্মাদ (সাঃ) তোমার উম্মাতের
মধ্যে যদি কেউ, কারো ভাংঙা যাওয়া মন জোড়া লাগিয়ে দেয়
তাহলে আমি তাহাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব।
(সুবাহানাল্লাহ)
.
প্রতুশ্রুতি মত, আয়েশা (রাঃ) ইনার
আব্বু হযরত আবুবকর (রাঃ) এর কাছে
এসে নবীজীর বলে দেওয়া এই কথাগুলো বললেন।
.
শুনে আবুবকর (রাঃ) কাঁদতে শুরু করলেন। আয়েশা (রাঃ)
আশ্চর্য
হয়ে জিজ্ঞেস করলেন, আব্বু আপনি
তো কত ভাংঙা যাওয়া মন জোড়া
লাগিয়েছেন, আপনার তো সোজা
জান্নাতে যাওয়ার কথা কাঁদছেন কেন?
.
আবুবকর (রাঃ) বললেন, আয়েশা এই
কথাটার উল্টা চিন্তা করে দেখো, কারো
ভাঙ্গা মন জোড়া লাগালে যেমন আল্লাহ সোজা জান্নাতে
দিবেন, কারো মন ভাঙলে ও আল্লাহ যদি সোজা
জাহান্নামে দিয়ে দেন, আমি না জানি
নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি। আল্লাহ যদি
আমাকে
জাহান্নামে দিয়ে দেন, সেই চিন্তায়
আমি কাদতেছি।
(সুবাহানাল্লাহ)
.
এই হলো আমাদের ইসলাম, দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ
পাওয়ার পরেও এইভাবে চিন্তা করেন। এইভাবে ইসলাম
আমাদেরকে শিক্ষা দেয়, কাউকে কষ্ট না দিতে, মানুষের
কষ্টে পাশে দাড়াতে।
.
মুহাম্মাদ (সাঃ) আরো বলেছেন, যদি
তুমি গোস্ত রান্না করতে চাও, তাহলে
এক গ্লাস পানি বেশি দিয়ে দাও, যাতে
তোমার গরীব প্রতিবেশীকে একটু
দিতে পারো। আর যদি না দিতে
চাও, তাহলে এমন সময় রান্না করবে,
যখন প্রতিবেশীর বাচ্চা ঘুমিয়ে থাকে,
গোস্তের ঘ্রান পেয়ে বাবা-মাকে গোস্ত
খাওয়ার কথা না বলে, গরীব বাবা-মা,
গোস্ত কিনে খাওয়াতে পারবে না, মনে
অনেক কষ্ট পাবে।
.
এইভাবে ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে, মুহাম্মাদ (সাঃ)
আমাদের কে শিক্ষা দিয়ে গেছেন।
.
মানুষের মন না ভাঙতে, মানুষকে কষ্ট
না দিতে।
.
আল্লাহ পাক রাব্বুল আ'লামীন আমাদেরকে মানুষের কষ্টে
পাশে দাড়ানোর, মানুষকে কষ্ট দেওয়া
থেকে, মানুষের ভেঙে যাওয়া মন
জোড়া লাগাতে, অন্যের কষ্ট ভাগভাগি করতে তাওফিক দান
করুন।
আমীন।..
শেয়ার করুন আপনার মাধ্যমে কেউ জানতে পারলে
সদকায়ে জারিয়া হিসেবে গন্য হবে, এবং কেয়ামত পর্যন্ত
এর সওয়াব পাবেন। ইনশাল্লাহ )

(কপি পোস্ট)
0/5000
De: -
Para: -
Resultados (español) 1: [Dupdo]
Copiado!
Un día sobre Muhammad (s) BibiAyesha (রাঃ) llamada para preguntarÉl dijo, ' Ayesha, hoy teMucho de muy feliz, tiene que¿Te diré todo lo que quieras, así que lo que?.Él fue, de repente, Ayesha (রাঃ) que odiabaComo eso y eso es lo que quieren! IfIf un mal que tienen algunos বসেন, নবীজী¿Ir al y? Muchos pensaron que la máquina প্রশ্নই que sucedió!Ayesha (রাঃ) নবীজী que dice hacer no আব্বুর.¿Puedo tomar algunos consejos de?.নবীজী le dijo: tienes razónQuiere me con consejos.Ayesha (রাঃ) উনির আব্বু sobreAsesoramiento de Abu বকর (রাঃ) a laQuerido..Abu বকর (রাঃ) dijo, cuando algunos de lo চাইবেই, ' Muhammad(S), a মিরাজের, Dios রাব্বুল লামীন entre ' unQuieres saber sobre un হইছে con hide.Y lo que নবীজী.Me dicen la primera vez..Ayesha (রাঃ) নবীজী (s) a laVaya a মিরাজের para averiguar sobre un cuero una noche.Quería, dijo esa persona. Muhammad (s) মুচকিÉl dijo, si eso es imposible y হেসে¡Hacer! Solo আবুবকর puede hacer preguntas বিচক্ষণ..Muhammad (s) comenzó a decir, 'Ayesha Dios me মিরাজেরNoche dijo: ' Muhammad (s) su উম্মাতেরSi alguien lo tiene para agregar un ভাংঙা ir,I তাহাকে libre de জান্নাতে como llegaron.(সুবাহানাল্লাহ).Como প্রতুশ্রুতি, Ayesha (রাঃ) interiorআব্বু en আবুবকর (রাঃ) a laY que el dicho con নবীজীর..Así আবুবকর (রাঃ) y él empezaron a llorar. Ayesha (রাঃ)Sorprendido.আব্বু, preguntar.Tanto cómo ভাংঙা han añadido.লাগিয়েছেন, estás recta¿Por qué está llorando sobre ir a জান্নাতে?.আবুবকর (রাঃ), Ayesha estoEl otro quiere saber কথাটার tener cuidado, algunasMente roto derecho como লাগালে a Dios জান্নাতেTienes un ভাঙলে y Allah si rectaPor জাহান্নামে, no séCuántos ভেঙেছি tiene su propio. Si AllahMeEl odiado, por জাহান্নামেকাদতেছি.(সুবাহানাল্লাহ).Este es nuestro Islam, জান্নাতের de সুসংবাদ;Aún así, para pensar. De esta manera, IslamNo tenemos a nadie para enseñar,Hacer más por ellos..Muhammad (s) también dijo: SiDesea, eres গোস্তCon más de un vaso de agua, para que elTus pobres los vecinos como unaA পারো. Si no lo haceDesea, en el momento de esa receta,Cuando está dormido, niño de la vecinaগোস্তের ঘ্রান গোস্ত, padre-madreNo comer, pobres padres,গোস্ত no tendrá que comprar,Un montón de problemas..De esta manera, el Islam ha enseñado nosotros, Muhammad (s)Tenemos que enseñar..La gente no tiene que romperse aparte, las personas tienenA no..Allah রাব্বুল se convierte en una ' লামীন que ser personas alegres.Por দাড়ানোর, que tenemos las personas.Eso rompió la mente humana,Agregar a তাওফিক regalo ভাগভাগি, otros problemas..আমীন....Si conoces a alguien con la participaciónSe considerará que জারিয়া সদকায়ে y কেয়ামত a laDe সওয়াব. ইনশাল্লাহ) (Copias del post)
Está traduciendo, por favor espere..
 
Otros idiomas
El soporte de la herramienta de traducción: Chino tradicional, Detectar idioma, Indonesio, Klingon, afrikáans, albanés, alemán, amhárico, armenio, azerí, bengalí, bielorruso, birmano, bosnio, búlgaro, camboyano, canarés, catalán, cebuano, checo, chichewa, chino, cingalés, coreano, corso, criollo haitiano, croata, danés, eslovaco, esloveno, español, esperanto, estonio, euskera, finlandés, francés, frisio, gallego, galés, gaélico escocés, georgiano, griego, gujarati, hausa, hawaiano, hebreo, hindi, hmong, húngaro, igbo, inglés, irlandés, islandés, italiano, japonés, javanés, kazajo, kinyarwanda, kirguís, kurdo, lao, latín, letón, lituano, luxemburgués, macedonio, malayalam, malayo, malgache, maltés, maorí, maratí, mongol, neerlandés, nepalí, noruego, oriya, panyabí, pastún, persa, polaco, portugués, rumano, ruso, samoano, serbio, sesoto, shona, sindhi, somalí, suajili, sueco, sundanés, tagalo, tailandés, tamil, tayiko, telugu, turco, turkmeno, tártaro, ucraniano, uigur, urdu, uzbeco, vietnamita, xhosa, yidis, yoruba, zulú, árabe, traducción de idiomas.

Copyright ©2025 I Love Translation. All reserved.

E-mail: